বিনোদন ডেস্ক : – ২৫শে ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘কুলি নম্বর ওয়ান’। এটি পরিচালকের ৪৫তম ছবি। যদিও ছবিটি সমালোচক থেকে দর্শক কারুর কাছেই সেই ভাবে গ্রহণ যোগ্য হয়নি, মূলত দুর্বল চিত্রনাট্যকে দায়ী করেছে অনেকে।সেই সঙ্গে ছবি নির্মাণে পরিচালক ডেভিডের সেকেলে আইডিয়াকে দায়ী করেছেন অনেকে।
ছবির এই ভরাডুবি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেননি পরিচালক। তবে, ‘কুলি নাম্বার ওয়ান’-এর এই ভরাডুবির জন্য নেটিজেনদের একাংশ আবার স্বজনপোষণ বিতর্ক উস্কে দিয়েছেন। কারণ, এই ছবির নায়ক ডেভিড-পুত্র বরুণ আর নায়িকা সইফ আলি খানের কন্যা সারা। তবে অন্য পক্ষের মতে, ছবির বিষয়বস্তু ভালো হলে কোনও ‘বিতর্ক’ই ছবির সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারত না। আপাতদৃষ্টিতে ২০২০ ‘কুলি নম্বর ওয়ান’ গোবিন্দা ও করিশ্মা ম্যাজিক দর্শকদের মনে জাগিয়ে তুলতে সেই ভাবে সক্ষম হলো না।