ফের গাঁটছড়ায় আবদ্ধ হচ্ছেন দিয়া মির্জা

বিনোদন ডেস্ক, কলকাতা :- এখন বিয়ের মরশুম চলছে বলিউড টলিউড জুড়ে, অনেক সেলেব্রিটিরা গাঁটছড়া বেঁধেছেন এই মরশুমে।এরমধ্যেই চতুর্দিকে নতুন গুঞ্জন, দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী দিয়া মির্জা।নেটপাড়া জুড়ে এখন থেকেই হ্যাশট্যাগ দিয়ে #দিয়াকিশাদি-তে মেতে উঠেছেন সবাই। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর বয়ফ্রেন্ড এবং বিজনেসম্যান বৈভব রেখির সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দিয়া। আর দু’দিন পরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। একেবারেই ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারবেন দিয়া-বৈভব। উপস্থিত থাকবেন আত্মীয়স্বজন এবং অত্যন্ত কাছের বন্ধুবান্ধবরা।