প্রকাশ্যে এলেন বিরাট অনুষ্কা

বিনোদন ডেস্ক:- প্রকাশ্যে এলেন তারা, কন্যা সন্তানের জন্মের পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় তাদের দেখে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেল।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, একসাথে তারাই বিরুস্কা।

টিনসেল টাউনে সবসময়ই চর্চার কেন্দ্রে এই জুটি। বিতর্ক কম ছিল না কিন্তু সবকাটিয়ে রূপকথার মতো ডেস্টিনেশন ওয়েডিং আর তারপর জীবনে তৃতীয় সদস্য হিসেবে পরীর আগমন।
টুইট করে ক্যাপ্টেন কোহলি আগেই তার ভক্তদের অনুরোধ করেছিলেন ব্যক্তিগত পরিসরে প্রবেশ থেকে বিরত থাকতে। এবার নিজেরাই এলেন সামনে। যদিও নতুন অতিথির বিষয়ে কিছুই এদিন বলেন নি তারা।