বিনোদন ডেস্ক : অ্যামাজন প্রাইম–এর কাছে জবাবদিহি চেয়ে পাঠাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত অভিযোগ দায়ের করেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম।
লখনউয়ের হজরতগঞ্জ থানায় দায়ের হল এফআইআর।সিরিজের পরিচালক, প্রযোজক, লেখক এবং অ্যামাজন প্রাইম–কে এফআইআর–এ অভিযুক্ত করা হয়েছে। তার পরেই টুইটারে সেই এফআইআর–এর প্রতিলিপি পোস্ট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শলাভ মণি ত্রিপাঠি। তিনি লিখেছেন, ‘যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে মানুষের ভাবাবেগ নিয়ে খেলা সহ্য করা হবে না। তাণ্ডব–এর নেপথ্যে থাকা গোটা দলের বিরুদ্ধে গুরুতর মামলা দায়ের হয়েছে। সস্তা ওয়েবসিরিজের মোড়কে হিংসা ছড়ানো হচ্ছে। গ্রেপ্তারির জন্য তৈরি থাকুন।’
এই ওয়েব সিরিজ বিরুদ্ধে অভিযোগ হিন্দু দেব–দেবীদের তুলে ধরতে অভিনেতারা খুব খারাপভাবে পোশাক পরেছেন। এভাবে আসলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।’ আরও অভিযোগ, সিরিজে জাতিভেদ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী চরিত্রটিকেও খারাপভাবে দেখানো হয়েছে।প্রসঙ্গত ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইম–এ মুক্তি পায় এই ওয়েব সিরিজটি। মুক্তির পরই বিতর্ক। হিন্দু ধর্মে আঘাত করার জন্য সইফ আলি খান এবং অভিনেতা জিসান আয়ুবকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন তিনি।