নিউজ ডেস্কঃ- আবারো করোনার থাবা বলিউডে । এবার করোনা পজিটিভ রকুলপ্রীত সিংহ।সোশ্যাল মিডিয়ায় নিজেই করোনাভাইরাস সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্ট করে তাঁর করোনা টেস্টের ফল পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি অভিনেতা অজয় দেবগনের ছবির শুটিং করছিলেন। তিনি জানিয়েছেন,” নিজেকে কোয়ারান্টিন করেছি। আমি ভালই আছি, বিশ্রাম নিচ্ছি যাতে শীঘ্রই শ্যুটিংয়ে ফিরতে পারি। আমার সংস্পর্শে আসা প্রত্যেককে বলব, দয়া করে টেস্ট করিয়ে নিন। আপনাদের ধন্যবাদ, নিরাপদ থাকুন।”
প্রসঙ্গত, রকুলপ্রীত যে হিন্দি ছবিতে কাজ করছেন, সেটির পরিচালক- প্রযোজক হলেন অজয় দেবগন। ছবিতে সদ্য করোনা মুক্ত মেগাস্টার অমিতাভ বচ্চনও কাজ করছেন।