বিনোদন ডেস্ক : – গত রবিবার অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, তিনি করোনা আক্রান্ত। একটি চ্যানেলের সংগীত অনুষ্ঠানের শুটিং চলাকালীন তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এই খবর জানা মাত্র গোটা টলিউড আবিরের দ্রুত আরোগ্য কামনায় মেসেজ এবং কমেন্টে ভরে দিয়েছে অভিনেতার ফোন , তার সঙ্গে রয়েছে অগণিত অনুরাগীরা । তালিকা বেশ লম্বা। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, পার্নো মিত্র প্রমুখ। আবিরের অভিন্নহৃদয় বন্ধু সাংসদ মিমি চক্রবর্তী এই খবর শুনে বেশ চিন্তিত।বন্ধুকে ভিডিও কল করে খবর নিয়েছেন।সেই কলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। ছবিতে হাসিমুখে দেখা যাচ্ছে ‘সা রে গা মা পা’-এর সঞ্চালককে। ছবিটি পোস্ট করে মিমি লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো আমার চিরকালের আবির চট্টোপাধ্যায়।’