বিনোদন ডেস্ক: আবারো হলিউডে বলিউডের ‘মস্তানি’। পদ্মাবতী এখন বিদেশি ছবিতে। কাজ শুরু সেই এক্স এক্স এক্স সিরিজ দিয়ে , সেখানেই হলিউডি আত্মপ্রকাশ দীপিকা পাড়ুকোন এর। তার পর মাঝে সাময়িক বিরতি। সেভাবে আর মেন স্ট্রিম ছবিতে কাজ করতে দেখা যাচ্ছিল না তাকে। অন্যদিকে সুশান্ত এর মৃত্যু ঘিরে যে ড্রাগ চক্রের কথা প্রকাশ্যে আসে সেখানেও নাম জড়ায় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকার। শোনা যায় বিভিন্ন কোম্পানি যারা তার সাথে বিজ্ঞাপনের চুক্তি করেছিল তারাও মুখ ফিরিয়েছে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলিউডের শান্তিপ্রিয়া। সূত্রের খবর, হলিউডের এক সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন দীপিকা যারা এই মুহুর্তে প্রথম সারির ওয়েব সিরিজ বানিয়ে বিখ্যাত। তাই আবারো হলিউডে দেখা যাবে দীপিকা কে মনে করছেন তার ভক্তকুল