আজ জন্মদিনেই শেষ বারের মতো দেখা দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়


বিনোদন ডেস্ক :- আজ কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আর তাঁর শেষ ছবি ‘অভিযান’-এর টিজার প্রকাশ করলেন পরিচালক পরমব্রত বন্দ্যোপাধ্যায় আজকের দিনেই । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বহু মুখী জীবন শৈলী রূপোলি পর্দায় তুলে ধরবে ‘অভিযান’। এই ছবি তে তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত।আর আর প্রবীণ অভিনেতার ভূমিকায়, স্বয়ং সৌমিত্র । এই ছবির টিজার দেখে ভারাক্রান্ত হয়েছে অগণিত সৌমিত্র ফ্যানেদের মন । এই শেষ। আর নতুন করে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না সৌমিত্র বাবু কে । টিজারের সংলাপে ফুটে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশাল কর্মজীবনের পরিচয়, ” আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, অলসো আ পলিটিকাল অ্যাক্টিভিস্ট।”
ছবি জুড়ে শুধুই তিনি। তাঁর জীবনের গল্প সাথে বাংলা ছবির নস্টালজিয়াই বার বার ফিরে এসেছে ছবির ট্রেলার জুড়ে। ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত লেখেন, ‘একজন প্রকৃত শিল্পীর অভিযান উপলব্ধি চেষ্টা করেছি আমরা। জন্মদিনের প্রণাম , সৌমিত্র জ্যেঠু! তোমার মত আর কেউ হবে না। ‘ সেইসঙ্গে ছবির সঙ্গে যুক্ত সমস্ত মানুষকেও ধন্যবাদ জানান পরিচালক।