বিনোদন ডেস্ক, কলকাতা :- অর্জুন কাপুর তাঁর অন্য মনের পরিচয় দিলেন ভালবাসার মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে। ১০০ ক্যানসার আক্রান্ত দম্পতির দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। অভিনেতা অর্জুন কাপুর ‘ক্যানসার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশন’ নামের এক সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। এবারে সেই সংস্থার মাধ্যমে ১০০ ক্যানসার আক্রান্ত যুগলকে আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন তিনি।এই প্রসঙ্গে তিনি জানান, “লকডাউনের কারণে প্রতিটা মানুষ বদলে গিয়েছেন। অনেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। এই মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা কর্তব্য। তাঁদের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে খুব।” তিনি যে শুধু বিরাট মাপের অভিনেতা নন একজন বড় মনের মানুষ তার পরিচয় তিনি দিলেন এই কার্যক্রমে।