বিনোদন ডেস্ক, ১৭ ডিসেম্বর : অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে নাকি আবার একটি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এখনো পর্যন্ত মোট ৮টি ছবিতে তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের এবার এক সঙ্গে জুটিতে দেখা যাবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গুলাব জামুন’ ছবিতে।
এই ছবির বিষয়ে অভিষেকের বক্তব্য হল, ‘আমি ঠিক জানি না, এই ছবিটি এখন কোন অবস্থায় রয়েছে। অনুরাগের সঙ্গে ‘মনমর্জিয়াঁ’ ছবিতে কাজ করতে গিয়ে দারুণ সময় কাটিয়েছি। ছবিটিতে অভিনয় করে আমার বেশ ভালো লেগেছিল। অনুরাগের সঙ্গে আবার কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’
দর্শকদের মূল আকর্ষণ কিন্তু আবার অভিষেক-ঐশ্বর্যকে পর্দায় একসঙ্গে দেখা। স্ত্রীর সঙ্গে কাজ করার বিষয়ে অভিষেক বলছেন, ‘ওঁর সঙ্গে কাজ করতে সবসময়ই খুব ভালো লাগে, তিনি আমার প্রিয় সহঅভিনেতা। আমরা বেশ কিছু ভালো কাজ করেছি একসঙ্গে। নিশ্চিতভাবেই ওঁর সঙ্গে আরও কাজ করতে চাইব।’ এই জুটিকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নম পরিচালিত ছবিতে।