তৃতীয় রাউন্ড গণনা শেষে চাকদা ব্লকের ৯৭ টি আসন গণনা শেষ হয় সেখানে দেখা যাচ্ছে এই 97 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৭৭ টি আসনে জয়ী বিজেপি ১৬ টি আসনে জয়ী, তিনটি আসনে সিপিএম জয়ী এবং একটি আসনে কংগ্রেস জয়ী।