মৌমিতা দেবনাথ,
শহরে ছবির প্রচারে এসে রণবীর দেখা করলেন সৌরভ গাঙ্গুলীর সাথে, ইঙ্গিত কি দিলেন দাদার বায়োপিকের?
নতুন ছবির প্রচারে তিলোত্তমায় হাজির হলেন বলি হার্ট থ্রব রণবীর কাপুর। তিনি শহরে পৌঁছাতেই ভক্তেরা উচ্ছ্বাসে ফেটে পড়লো। আর শহরে পৌঁছেই দাদা সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করলেন তিনি। অনেকেই ভেবেছিলেন হয়তো শুটিংয়ের জন্যই তিনি কলকাতায় আসছেন কিন্তু তা একেবারেই নয় আসলে কয়েকদিনেই মুক্তি পাবে তার নতুন ছবি তার প্রচারে এদিন তিনি কলকাতায় সাংবাদিক বৈঠক করলেন। সৌরভের সাথে ছবি তুললেন। তবে দাদার বায়োপিক নিয়ে বিশেষ কিছুই বললেন না তিনি উল্টে তার মুখে শোনা গেল সৌরভের প্রশংসা। রবিবার দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি উপলক্ষে সারাদিন ইডেনেই ছিলেন তিনি। আর সেখানেই রনবির কাপুর দেখা করলেন তার সাথে। দুই তারকাকে একসাথে পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তখন ভক্তদের মধ্যে।