মলয় দে নদীয়া :- প্রার্থীরা কেউ ক্ষেতমজুর কেউবা ধান চাল কারখানার শ্রমিক , অথবা বিভিন্ন ছোটখাটো পেষার সাথে যুক্ত সিপিআইএম প্রার্থীরা।
তাই সর্বত্র বিকালের পরেই প্রচারে জোর। গত দুদিন আগে প্রচারের জন্য প্রথম দিন বেলঘড়িয়া 2 নম্বর ওয়ার্ড, গতকাল ছিল হরিপুর, আজ গয়েশপুর আগামীকাল বাগআঁচড়া, এরপর বাবলা এবং বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েত। এভাবেই প্রচারকার্য সূচি নির্ধারণ করেছেন তারা। তবে দিনের বেলা কারোর শ্রম দিবস নষ্ট না করে , রাতের উপরেই জোর।
গতকাল হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর এলাকায়, বিকালে প্রথমে কর্মী সমর্থকদের নিয়ে মিটিং এরপর সন্ধ্যার পর সমগ্র এলাকা দিয়ে পদযাত্রা এবং পথ চলতি সাধারণ মানুষ সহ পথের পাশে বিভিন্ন দোকান এবং পরিবার সদস্যদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করতে দেখা গেল সিপিআইএম প্রার্থীদের। জেলা পরিষদের প্রার্থী সরস্বতী হালদার, শহর এবং জেলা থেকে আসা কিছু নেতৃত্ব সহ স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থক ও নেতৃত্বরা ঘুরলেন সমগ্র এলাকা।
প্রার্থীরা জানালেন সততাই তাদের ভরসা, একদিকে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ বিলগ্নীকরণ নৃত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির অপশাসন অন্যদিকে রাজ্য সরকারের স্বজনপোষণ দুর্নীতির বিরুদ্ধে জনগণের পঞ্চায়েত গড়ার ডাকে বিপুল পরিমাণ মানুষের সমর্থন সিপিআইএমকে।





