বদলার লড়াই! প্রেস্টিজ ফাইটে অ্যাডভান্টেজ পেতে প্রার্থী ঘোষণার ১০ দিন আগেই প্রচারে মহুয়াআসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলার কৃষ্ণনগর আসন থেকে তিনি জিতেছিলেন আগেই। সেই মহুয়া মিত্র বিতর্কের কারণে লোকসভা থেকে বহিস্কার হন। তাঁর উপরেই ফের তাঁর উপরেই ভরসা রাখেলন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কৃষ্ণনগর আসন থেকে এবারের ভোটে লড়ছেন তিনি। লোকসভা বিতর্কের পরেও দল তাঁর পাশে রয়েছে। দেখে নেওয়া যাক, তাঁর রাজনৈতিক জীবনের উত্থান পতনের কথা।জে পি মরগ্যান ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্ট পদ। কর্পোরেট দুনিয়ায় ছিল তাঁর কর্মজীবনের প্রাথমিক আস্তানা। বিলাসবহুল জীবন যাপনের সুযোগ ছিল হাতের মুঠোয়। মার্কিন মুলুকে ব্যাঙ্কার হিসেবে উঠতেই পারতেন সাফল্যের সিড়িতে। অর্থনীতিতে স্নাতক আসামের কন্যা নেমে পড়লেন বঙ্গ রাজনীতিতে। নতুন জগতে উত্থানও রকেট গতিতে। তিনি মহুয়া মৈত্র। নদিয়া জেলার কৃষ্ণনগর আসন থেকে ফের তাঁকেই লোকসভায় পাঠাতে আগ্রহী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আসামের কাছার জেলায় বাঙালি পরিবারে জন্ম তাঁর। পড়াশোনার যোগসূত্রে চলে আসেন কলকাতায়। শিক্ষাগত যোগ্যতা ঈর্ষা করার মতো। প্রাথমিক পড়াশোনা শেষ করেই চলে যান আমেরিকায়। আমেরিকার মাউন্ট হলিয়ক কলেজ সাউথ হ্যাডলি থেকে অর্থনীতি এবং অঙ্কে স্নাতক হন। আমেরিকার অন্যতম প্রসিদ্ধ ব্যাঙ্ক জে পি মরগ্যানে ইনভেসটমেন্ট ব্যাঙ্কার থেকে ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। সেই আকর্ষণীয় চাকরি ছেড়ে দেন ২০০৯ সালে। এরপরেই সটান রাজনীতিতে প্রবেশ।ভারতের সব থেকে প্রাচীন দলেই নাম লেখান প্রথমে। রাহুল গান্ধীর ‘আম আদমি কা সিপাই’ কর্মসূচিতে অংশ নেন রাজনীতির নেবেই। তবে হাত শিবিরে বেশিদিন মন টেকেনি। বাংলার স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগ দেন তৃণমূল কংগ্রেস। উচ্চ শিক্ষিতা, সুবক্তা মহুয়াকে চিনে নিতে ভুল করেননি তৃণমূল নেত্রী। প্রথমে বিধানসভায় দাঁড় করানোর সিদ্ধান্ত নেন। নদিয়া জেলার করিমপুর কেন্দ্র থেকে বিধানসভায় জেতেনও তিনি। পরেরবার আরও বড় লড়াইয়ে লোকসভার ময়দানে নামান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকেই পরের লোকসভা নির্বাচনে সংসদে যান তিনি।লোকসভায় তাঁর বক্তৃতা বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও প্রশংসা কুড়িয়েছে। তাঁর সজ্জায় অ্যাথেনিক টাচ ক্যামেরা ম্যানকে পেছন পেছন ছুটতে বাধ্য করে। ঝাঁঝালো বক্তৃতায় কেন্দ্রের শাসক দলকে লাগাতার আক্রমণের স্বভাব তাঁকে অল্পদিনের মধ্যেই ভারতীয় গণতন্ত্রের মন্দিরের নিম্নকক্ষে লাইম লাইট কেড়ে নিতে সাহায্য করে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে বিরোধী দলগুলোর প্রতিবাদের মুখ হয়ে ওঠেন তিনি। লোকসভায় তাঁর পারফরম্যান্স কেন্দ্রের শাসক দল বিজেপিকেও তাঁকে গুরুত্ব দিতে বাধ্য করে।
TMC MP Mahua Moitra: বদলার লড়াই! প্রেস্টিজ ফাইটে অ্যাডভান্টেজ পেতে প্রার্থী ঘোষণার ১০ দিন আগেই প্রচারে মহুয়া