নদীয়ার হরিণঘাটায় পাটের রসি পাকিয়ে উপার্জন করছেন গৃহস্থ মহিলারা
একদিকে সংসার সামলাচ্ছেন আবার অন্যদিকে উপার্জন করছে একেবারে দুই হাতে যেনো দশভূজা। সংসারের সমস্ত কাজ সামলে পাটের রশি পাকিয়ে উপার্জনের পথ বেছেছেন নদীয়ার হরিণঘাটার সোনাখালি এলাকার গৃহস্থ্য মহিলারা। বর্তমানে এই আধুনিকতার যুগেও আজও বিভিন্ন আসবাবপত্র সহ বহু জায়গায় পাটের রশি ব্যবহৃত হয়। যেমন তা ঘর সাজানোর কাজে সৌখিন দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় তেমনি কাজের সূত্রেও ব্যবহার করা হয়। এবং এর কদরও অনেক বেশি। গৃহস্ত মহিলারা জানালেন সারা বছরই এই পাঠের রশি তারা তৈরি করেন সংসারে কাজ সামলে যতটুকু করতে পারে তাতেই যা উপার্জন হয়। সেটাই তাদের আনন্দ। কখনো বা দিনে একটি কখনো আবার দুটি বা তিনটি যেদিন যেমন রশি পাকানো হবে সেদিন সেরকম উপার্জন।