নদীয়ার রানাঘাট ২ নং ব্লকের রঘুনাথপুর হিজুলি ২ নং পঞ্চায়েতে গেরুয়া ঝড়

পঞ্চায়েত বোর্ড গঠনে এবার নদীয়ার রানাঘাট ২ নং ব্লকের অন্তর্গত রঘুনাথপুর হিজুলি 2 নং পঞ্চায়েতে গেরুয়া ঝড়। রঘুনাথপুর হিজুলী ২ নং পঞ্চায়েত ছিনিয়ে নিল বিরোধীদল বিজেপি। গতকালই সেখানে পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে। রঘুনাথপুর হিজুলি দুই নং পঞ্চায়েতে নবনির্বাচিত প্রধান হয়েছেন নমিতা সরকার এবং উপপ্রধান হয়েছেন অমৃত মন্ডল। পঞ্চায়েতে বোর্ড গঠন করার পর নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধান জানালেন আগামী দিনে তারা সর্বদা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবেন এবং এই জয়ে তারা আপ্লুত। বোর্ড গঠনের পর হীজুলি দুই নং গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সম্মুখে দেখতে পাওয়া গেল বিজেপি কর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।