নদীয়ার তাহেরপুর সার্কুলার রকের উদ্যোগে আয়োজিত কালীপুজোর এ বছরের আকর্ষণ বীজের প্রতিমা

আর মাত্র দুদিন বাদেই দীপাবলীর উৎসব মা কালীর আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী এই মুহূর্তে কোথাও চলছে মন্ডল তো আবার কোথাও প্রতিমা নির্মাণের কাজ। নদীয়ার তাহেরপুরে এ বছর জমজমাট কালীপুজোর উৎসব।
তাহেরপুর সার্কুলার রকের উদ্যোগে আয়োজিত কালীপূজোয় এ বছরের তাদের থিম অবলা বেশি শক্তিরূপেন এবং বিশেষ আকর্ষণ বীজের প্রতিমা। শুধু পুজোর অনুষ্ঠানেই নয় বিশেষ চমক থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানেও ।২৪ শে নভেম্বর সংগীত পরিদর্শনের জন্য থাকছেন বিশিষ্ট সংগীত শিল্পী উষা উদ্ধব এছাড়াও নিত্যদিন থাকছে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন।
পূজো উদ্যোক্তারা জানালেন এ বছর তাদের পূজো কুড়ি তম বর্ষে পদার্পণ করেছে আর কুড়ি তম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ বিজের প্রতিমা। উদ্যোক্তাদের আশা রাখছেন এ বছরও নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থীদের সমাগম হবে পুজো দেখার জন্য।