দাদুর ঘাট কামানের কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেলো এক কিশোর। উদ্ধারে বিপর্যয় মোকাবলার দপ্তরের টিম।
এদিন ঘটনাটি ঘটে নদিয়ার ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। জানা যায় ঘাট কাজ করবার পর স্নান করতে নেমেছিলেন বাড়ির অনেকেই, তলিয়ে যেতে দেখে দুজনকে, তৎক্ষণাৎ উদ্ধার করা গেলেও ১৩ বছরের কিশোর বাবুসোনা ঘোষ কে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারই খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাড়ির পুলিশ। সূত্রের খবর, নদিয়ার বীরণগর মধুগাছি পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র বাবুসোনা ঘোষ তার দাদুর বাৎসরিক কাজের ঘাট কামানের কাজ করতে মঙ্গলবার ফুলিয়া বয়ড়া ঘাটে আসেন। জানা যায়, কামান শেষে সকলের সাথে গঙ্গায় স্নান করতে নামে ওই কিশোর। অভিযোগ, জলের গভীরতা বুঝতে না পারায় হঠাৎই ১৩ বছরের কিশোর জলে তলিয়ে যায়। এও জানা যায় পরিবারের আরো দুজন একই সাথে জলে তলিয়ে যাচ্ছিল, তারপরে কোনরকমে ওই দুজনকে জল থেকে বাঁচিয়ে ডাঙ্গায় তুলে নিয়ে আসে স্থানীয় এক ব্যক্তি, কিন্তু কিশোরকে বাঁচানো সম্ভব হয়নি। যদিও এই ঘটনায় অনেক মানুষের জমায়েত হয় গঙ্গার ঘাটে। তবে কিশোরের দেহর খোঁজে এখনো তল্লাশি চালানো হচ্ছে গঙ্গায়।