পঞ্চায়েত ভোটের ফলাফলের এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা। আর এবার দক্ষিণ ২৪ পরগনা এক তৃণমূল কর্মীর বাড়িতে সাদা থান, মালা ও চিতা জ্বালানোর ছবি পাওয়া গেল। অভিযোগ উঠেছে বিরোধীদের দিকে। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথের তৃণমূল কর্মী তরুণ জানা। এদিন সকালে তাঁর বাড়ির উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা, এবং চিতা জ্বালানোর একটি ছবি দেখতে পান ঐ তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। এ বিষয়ে ঐ তৃণমূল কর্মীর দাবি যে তার কারো সাথে কোন শত্রুতা নেই। এটি বিরোধীদের চক্রান্ত বলেই তিনি মনে করছেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।