মৌমিতা দেবনাথ
তাহেরপুর থানার পুলিশের বড় সাফল্য। নদীয়ার তাহেরপুরের ব্যবসায়ী রাজা ভৌমিকের খুনের ঘটনার মাত্র ৬ দিনের মধ্যে খুনের কিনারা করল তাহেরপুর থানার পুলিশ। খুনের ঘটনার সাথে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সাহানি রাজ পুরো ঘটনার বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরেছেন। যা রীতিমতো হার হিম করা ঘটনা।
প্রসঙ্গত গত শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ তাহেরপুরের বাঙালিয়ানা হোটেলের মালিক বছর ৪০ বয়সের রাজা ভৌমিককে তার বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়। এরপর থেকেই খুনের ঘটনার তদন্ত শুরু করে তাহেরপুর থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্তে নেমে কার্যত তারা গোলকধধায় জড়িয়ে গিয়েছিল কারণ কিভাবে বাড়িতে ঢুকে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছিল কেনই বা খুন করা হয়েছিল তা বুঝে উঠতে পারছিল না পুলিশ। অবশেষে গতকাল রাজা ভৌমিক খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই চারজনের মধ্যে একজন মহিলা যার নাম রাসমণি বিশ্বাস এবং বিভিন্ন সূত্র মারফত পুলিশ জানতে পারে যে মৃত ওই ব্যবসায়ী বাজারে সুদে টাকা খাটাতো এবং রাসমণি বিশ্বাসকেও বেশ মোটা অংকের টাকা ধার দিয়েছিল সুদে। ৫ লক্ষ টাকা ধার দেওয়া হলেও তার তিনগুণ টাকা দাবি করে মৃত ওই ব্যবসায়ী রাজা ভৌমিক।সেই টাকা নিয়েই নাকি একাধিকবার তাদের মধ্যে এমনকি টাকা আদায়ের জন্য ওই মহিলাকে নাকি বিভিন্নভাবে ব্ল্যাকমেলও করা হয়। এরপরই ছক কোষে গত শুক্রবার রাজা ভৌমিককে তার বাড়িতে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।
খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করে আজ রানাঘাট মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। এখনো পুরো ঘটনার তদন্ত করছে তাহেরপুর থানার পুলিশ।