চেন্নাই কোয়েম্বাটুর জুনিয়র জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পৌঁছে নদীয়া জেলাকে গর্বিত করেছে পায়রাডাঙ্গার মেয়ে মৌমিতা হালদার। পায়রাডাঙ্গার নিয়ামতপুর গ্রাম। প্রত্যন্ত এক গ্রামের চাষী পরিবারের মেয়ে মৌমিতা হালদার। ছোট থেকেই খেলাধুলার প্রতি তার অসীম আগ্রহ কিন্তু পরিবারে যে নুন আনতে পান্তা ফুরায়। মেয়ের আকাশছোঁয়ার স্বপ্নকে বাস্তব রূপ দেবে কি করে বাবা মা। বহু কষ্টে দিনরাত পরিশ্রম করে মেয়েকে তৈরি করেছেন খেলোয়ার হিসাবে।
বাবা সুবীর হালদার পেশায় একজন মৎস্য ব্যবসায়ী এবং কৃষক। মা একজন গৃহবধূ। ছোট থেকে বিভিন্ন জায়গায় সে খেলায় অংশগ্রহণ করে জিতেছে বহু পুরস্কার। ইতিমধ্যেই নদীয়া জেলায় হাই জাম্পের প্রথম এবং লং জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। শুধুমাত্র যোগাতেই নয়, নদীয়া জেলার গণ্ডি পেরিয়ে রাজ্যস্তরেও এসেছে তার দুর্দান্ত সাফল্য। রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে প্রথম। আর রাজ্য স্তর ছাড়িয়ে এবার মৌমিতা পাড়ি দেবে চেন্নাইয়ে। সেখানে আয়োজিত জুনিয়র জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সে। তার এই সাফল্যে খুশি তার বাবা-মা। আগামী দিনে মৌমিতার স্বপ্ন সে অলিম্পিকে খেলতে চায়।