আজ দিল্লিতে যন্তর মন্তরের সামনে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের টাকার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এ রাজ্য থেকে জব কার্ড হোল্ডাররা অবস্থান বিক্ষোভ পালন করবেন। আর দিল্লির কর্মসূচিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি আর্থিক বঞ্চনার প্রতিবাদে নদীয়ার কল্যাণী মহাকুমা শাসক কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ ও ধন্য কর্মসূচি পালন করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত রাজ্য শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তাদের বিশ্বাস তারা ১০০ শতাংশ সফলতা পাবেন। কোন রাজনৈতিক দলের হয়েই আন্দোলন নয় যে গরিব মানুষরা রয়েছেন তাদের ন্যায্য অধিকারের দাবিতে এই আন্দোলন। আজ সকাল থেকেই কল্যাণীতে মহাকুমা শাসকের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা।