41 তম মুর্শিদাবাদ জেলা বইমেলা উদ্বোধন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

41 তম মুর্শিদাবাদ জেলা বইমেলা উদ্বোধন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

মুর্শিদাবাদ জেলা 41 তম বইমেলা শুভ উদ্বোধন হয়ে গেল আজ বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলায় আরো গ্রন্থাগার করা হবে যাতে ছোট ছোট ছেলেমেয়েরা বই পড়তে আগ্রহ সৃষ্টি হয় মোবাইলের যুগে। এবারের বইমেলা 26 শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি চলবে 98 টি স্টল করা হয়েছে এবং বাংলাদেশ থেকে শুরু করে বড় বই প্রকাশনী বই মেলায় অংশগ্রহণ করেছে প্রথম দিনে বইপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেল আজ শুভ উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, সংসদ খলিলুর রহমান আবু তাহের খান বিধায়ক ও প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি আসিস মারজিদ বিধায়ক সৌমিক হোসেন জাফিকুল ইসলাম জীবন কৃষ্ণ সাহা শাওনি সিংহরায ও কৃষ্ণনাথ কলেজের উপাচার্য সুজাতা ব্যানার্জি সহ জেলা গ্রন্থাগার আধিকারিকরা।