২৪ ঘন্টার মধ্যে মদনপুরে খুনের ঘটনায় খুনিকে গ্রেফতার করল চাকদা থানার পুলিশ

চাকদা থানার পুলিশের বড়সড় সাফল্য। গত শনিবার মদনপুর গাঙ্গুলিপারায় খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করল চাকদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তিকে যে খুন করেছে সে আর কেউ নন তার বিবাহ বহির্ভূত সম্পর্কিত প্রেমিকা বছর কুড়ির পারুল খাতুন। তাকে রবিবার রাতে গ্রেফতার করেছে চাকদা থানার পুলিশ।
প্রসঙ্গত শনিবার ভর সন্ধ্যেবেলা চাকদা থানার অন্তর্গত মদনপুর গাঙ্গুলীপাড়ায় মাঙ্গলিক ক্লাবের পাশে রাস্তায় ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাকদা থানার পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে যে ওই ব্যক্তির নাম আখলাক আলম, বয়স ৪৪ বছর তার বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে।
বছর কুড়ির যে তরুণী তাকে খুন করেছে তার সাথে মৃত ওই ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সাড়ে চার বছর যাবত। এমনকি তারা নাকি পালিয়ে গিয়ে দুমাস ঘর সংসারও করেছিল। মৃত আখলাখ এর স্ত্রী দুই পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান থাকা সত্ত্বেও বিগত সাড়ে চার বছর যাবত শিমুরালি রাওতারি যাত্রাপুরের বাসিন্দা পারুল খাতুন এর সাথে তরুণীর সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। পুলিশ জানতে পারে সম্প্রতি পারুলের দরাপপুরে একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয় আখলাক মাঝেমধ্যে যখন কলকাতা আসতো তাকে সম্পর্ক রাখার জন্য খুব চাপ দিত।
এ বিষয়ে খুনে অভিযুক্ত পারুল খাতুনকে জিজ্ঞাসা করা হলে সে জানিয়েছে যে ঘটনার দিন আখলাক আলম তাকে ফোন করে মদনপুর গাঙ্গুলি পাড়ায় মাঙ্গলিক ক্লাবের পেছনের রাস্তায় ডাকে এরপর ৫ থেকে ১০ মিনিট তারা কথাও বলে। আখলাক নাকি তাকে খুব বেশি চাপ দিচ্ছিল এরপরই আগ্নেয়াস্ত্র বার করে ওই ব্যক্তিকে গুলি করে সেখান থেকে সে পালিয়ে যায়। অভিযুক্ত পারুল খাতুনকে সোমবার কল্যাণী মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।