রাগ করে স্ত্রী চলে গেছে বাপের বাড়িতে। কিন্তু যে কোন উপায়ে স্ত্রীকে যে নিজের ঘরে ফেরাতেই হবে। তাই কোন পথ দেখতে না পেয়ে অবশেষে শ্বশুরবাড়িতে বোমাবাজি করে বসলেন স্বামী। এমনটাই অভিযোগ স্ত্রীর পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে,দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাদিপুর হাতিপাড়া এলাকায়। গতকাল রাতে ওই এলাকায় জঙ্গলের মধ্যে পরপর দুটি বোমা ছোড়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। জানা গেছে এরাকারই এক দম্পতির মধ্যে বিগত বেশ কয়েকদিন যাবত ঝামেলা অশান্তি চলছিল।ঝামেলা মেটাতে সালিশি সভাও বসে। সমাধান না হওয়ায় এই বোমাবাজি।
আচমকা রাতে এরকম বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তুমুল আতঙ্ক।