মৌমিতা দেবনাথ
সুকান্ত মজুমদারের পা জড়িয়ে বাঁচার জন্য কাতর আর্জি এক মহিলার
আমরা আর বাঁচবো না। আমাদের বাঁচান।রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পাঁ জড়িয়ে বাঁচার জন্য কাতর আর্জি জানালেন এক মহিলা। দক্ষিণ দিনাজপুরের তপনে পঞ্চায়েত হিংসায় বলি হয়েছেন বিজেপি কর্মী। তাই সুকান্ত মজুমদারের পা জড়িয়ে বাঁচার জন্য আর্জি জানালেন এই মহিলা। উল্লেখ গত ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট হিংসার বলি হয়েছে বহু মানুষ। রাজ্যজুড়ে উঠে এসেছে সন্ত্রাসের চিত্র। হানাহানি দাঙ্গায় রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন।গতকাল আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে দক্ষিণ দিনাজপুরের তপনে যান সুকান্ত মজুমদার। আর সেখানেই তার পা জড়িয়ে ধরে বাঁচার জন্য কাতর আর্জি জানালেন এক মহিলা। সেখানে কর্তব্যরত থাকা পুলিশ কর্মীদের সাথেও তার বচসার সৃষ্টি হয়।





