সিআইডি দফতরে হাজির চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ

মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোট পর্ব মিটতেই সিআইডি দফতরে হাজির হলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ভোটের আগেই তলব করে সিআইডি। কিন্তু সেই সময় বিধায়ক জানিয়ে দেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন ভোট মিটলে তবেই যাবেন। ভোট পর্ব মিটতেই আজ তিনি হাজির হয়েছেন সিআইডি দফতরে। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন সিআইডি দপ্তরে কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এর আগেও তাকে দুবার তলব করে সিআইডি। আজ সকাল ১১ টা নাগাদ তিনি ভবানী ভবনে তিনি পৌঁছান। উল্লেখ্য কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠে আসে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের নাম যে কারণে তার পুত্রবধূকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বয়ানে অসঙ্গতি থাকায় তাকে সমন করা হয়েছে বলে জানা যাচ্ছে।