সব পাল্টে দেব কোন বাপের বেটার হিম্মত নেই আটকে রাখার – ইন্ডিয়া বিতর্কে হুংকার দিলীপ ঘোষের
সব পাল্টে দেবো আমরা কোন বাপের বেটার হিম্মত নেই আটকে রাখার। ইন্ডিয়া যাদের পছন্দ না তারা বাইরে চলে যাক বৃটেনে গিয়ে ইন্ডিয়া খুঁজুন ব্রিটিশদের কোন গোলামি আমরা রাখবো না। খড়্গপুরে চায়ে পে চর্চায় গিয়ে ইন্ডিয়া বিতর্কে হুংকার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ্য সম্প্রতি ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত রাখার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে শুরু হয়েছে চরম বিতর্ক। আর এবার খড়্গপুরে চায়পে চর্চায় গিয়ে দিলীপ ঘোষ হুংকার দিলেন আমরা ক্ষমতায় এলে কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু বদলে দেব ব্রিটিশদের মূর্তির পরিবর্তে সেখানে শঙ্করাচার্যের মূর্তি থাকবে।