শেষ দিনে নদীয়ার নবদ্বীপের ঐতিহ্যশালী ঝুলন যাত্রা

নদীয়ার চৈতন্য ধাম নবদ্বীপের ঝুলনযাত্রা অত্যন্ত প্রসিদ্ধ। আর ঐতিহ্য প্রথা মেনে প্রতিবছরের মতো এবারেও চৈতন্য ধাম নবদ্বীপে পালিত হলো ঝুলন যাত্রা।রবিবার অর্থাৎ শ্রাবণ মাসের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা অর্থাত্‍ রাখি পূর্ণিমা পর্যন্ত এই পাঁচদিন ধরে পালিত হবে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয় ঝুলন উত্‍সব। দোলযাত্রার পর এই ঝুলনই হল বৈষ্ণবদের কাছে অন্যতম উত্‍সব মথুরা-বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন।
কথিত আছে বৃন্দাবনের ঝুলন যাত্রাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। ঝুলন শব্দের অর্থ দোলনা। এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দোলনায় বসিয়ে পুজো করেন। প্রতিবছর ঐতিহ্যশালী এই ঝুলন যাত্রা দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমান চৈতন্য ধাম নবদ্বীপে।