রান্নাঘরের বাশের সাথে ঝুলছে মায়ের মৃত দেহ। মেয়ের কাছে মায়ের মৃত্যু সংবাদ পৌঁছাতেই তড়িঘড়ি নৈহাটির শশুর বাড়ি থেকে শিমুরালির চাঁদুরিয়ার বাবার বাড়িতে এসে মাকে মৃত অবস্থায় দেখতে পান। ততক্ষণে গোটা পাড়ায় ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা।
আজ শিমুরালীর চাদুরিয়া মালোপাড়া থেকে এক বৃদ্ধার চূড়ান্ত মৃতদেহ উদ্ধার করল চাকদা থানার পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধ মহিলার নাম জোসনা হালদার বয়স ৭৩ বছর। মেয়ের অভিযোগ বৌদির বিরুদ্ধে। এ বিষয়ে মেয়ে আন্না সরকার এর অভিযোগ যে তার মাকে মাঝেমধ্যেই অত্যাচার করতো তার বৌদি। তার দাদা এর কোন প্রতিবাদ করত না। গতকাল রাত দুটোর সময় তার বাবা রান্নাঘরের বাসের সাথে ঝুলন্ত অবস্থায় তার মায়ের মৃতদেহ দেখতে পান। এরপরই তাকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে আজ চাকদা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে বৌদি আরতী হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।