রানাঘাট ১ নং ব্লকের রামনগর এক নং পঞ্চায়েত কি হাতছাড়া হচ্ছে বিজেপির?

রানাঘাট ১ নং ব্লকের রামনগর ১নং পঞ্চায়েতের বিজেপির দুজন মেম্বার যোগদান করল তৃণমূলে। ভোটের ফলাফলের পর দেখা যায় সেখানে মোট আসন কুড়িটি তার মধ্যে তৃণমূল পায়ে নটি আসন বিজেপি নয়টি এবং নির্দল দুটি। পরবর্তীকালে দুটি নির্দল বিজেপিতে যোগদান করলে বিজেপির মোট আসন সংখ্যা দাঁড়ায় ১১ টি। নির্দলের জয়ী প্রার্থীকে প্রধান করে বিজেপি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় উল্টোপুরান। আজ বিজেপি থেকে দুজন যোগদান করে তৃণমূলে। আজ অজয় ঘোষ এবং ডলি রায় রামনগরের এক নং পঞ্চায়েতের সভাপতি সৌভিক ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন। নতুন দলে যোগদান করেই তারা জানালেন, বিজেপি কোন সুস্থ মানুষ করতে পারে না মানুষের কাজ করার জন্যই তারা তৃণমূলে যোগদান করেছেন।