রানাঘাট দক্ষিণ বিধানসভার হবিবপুরে পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান

মলয় দে নদীয়া :-গত কাল সন্ধ্যায় রানাঘাট দক্ষিণ বিধানসভার হবিবপুরের 18 নং পঞ্চায়েত সমিতির কলাবাগানে তৃণমূল-কংগ্রেস থেকে পাঁচ শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক “ভারতীয় জনতা পার্টিতে” যোগদান করেন, বলেই দাবি করেছে নদীয়া দক্ষিণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড: সোমনাথ কর। তিনি বলেন ভবিষ্যতে শক্তিশালী বিজেপি করার লক্ষ্যে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী সমর্থক সকলেই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে হাজির হচ্ছেন।
উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় পার্থসারথি চ্যাটার্জী মহাশয় ও রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমনি অধিকারী সহ মন্ডল ও বুথের কার্যকর্তাবৃন্দ।