রাজ্যের বিধায়কদের বেতন ১০ হাজার টাকা থেকে বেরে হল ৫০ হাজার টাকা

রাজ্যের বিধায়কদের বেতন ১০ হাজার টাকা থেকে বেরে হল ৫০ হাজার টাকা
রাজ্যের মন্ত্রী বিধায়কদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় তাদের বেতন বেড়ে দশ হাজার থেকে হলো 50 হাজার টাকা। আজকের এই রিপোর্টে থাকছে এ বিষয়ে বিস্তারিত তথ্য মন্ত্রী বিধায়কদের বেতন আগে কত টাকা ছিল।বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। তিনি জানান গোটা দেশের মধ্যে, বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবচেয়ে কম। আর যে কারণে রাজ্য সরকার এই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যে প্রাক্তন সাংসদ বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বেতন নেন না। বইয়ের রয়ালিটি থেকে যা আয় হয় তাতেই তার চলে যায়। যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন। বেতন বাড়ানোর পাশাপাশি রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের জন্য রয়েছে আরও একাধিক ভাতা ও সুযোগ সুবিধা।