যান জোটে নাকাল চাকদা বাসি থানার মোড়ে জ্যাম সামলাতে ময়দানে খোদ আইসি

যান জোটে নাকাল চাকদা বাসি থানার মোড়ে জ্যাম সামলাতে ময়দানে খোদ আইসি
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার চাকদা ৫০ নম্বর রেলগেট পড়ার কারণে চাকদা থানার মোরে চরম যানজটের সৃষ্টি হয় যানজটের কারণে রেলগেটের দুপারে সাড়ি দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় সাইকেলে বা পায়ে হেঁটেও মানুষ যাতায়াত করতে পারছিল না সেই সময় হঠাৎই চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় থানা থেকে বেরিয়ে সোজা যানজট ছাড়াতে লেগে যান শহরের মানুষ কার্যত তাকিয়ে থাকে চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের দিকে তার কারণ এই ছবি একেবারেই নতুন এর আগে শহরের মানুষ দেখেনি যে থানার খোদ ic এসে রাস্তার যানজট পরিষ্কার করছে। চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় প্রায় কুড়ি মিনিট দাড়িয়ে যানজট পরিষ্কার করেন এই দৃশ্য দেখে ধন্যবাদ জানিয়েছেন আইসিকে শহরবাসী পাশাপাশি প্রতিদিনের এই যানজট থেকে মুক্তি পেতে চান শহরবাসী কারণ প্রতিদিনই চাকদা ৫০ নম্বর রেলগেট পড়ার কারণে যানজটে নাকাল হয় স্কুল পড়ুয়া থেকে পথ চলতি সাধারন মানুষজন তাদের দাবি অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিক কত দিন আর এরকম ভাবে নাকাল হব আমরা