স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ গেটের সামনে তুলকালাম পরিস্থিতি। আজ সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ডেপুটেশন জমা দিতে যান আর তারপরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে আজ সকাল থেকেই অরবিন্দ গেটের সামনে জিবি মিটিং চলছিল আর ঠিক সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সেখানে যান। তাদের উদ্দেশ্য ছিল যে তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন জমা দেবেন আর যখন তারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য ভেতরে যান তখন সেখানে বচসা থেকে হাতাহাতি মারামারির সৃষ্টি হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের বচসা তৈরি হয়। এমনকি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারকে আক্রমণ করার অভিযোগ উঠে এসেছে। রীতিমতো খন্ড যুদ্ধের সৃষ্টি হয়। উল্লেখ্য যাদবপুরে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর আকস্মিক মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। আর আজ বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাদবপুর ক্যাম্পাস জুড়ে।