যাদবপুর কান্ডের পুনর্নির্মাণে মেন হোস্টেলে পুলিশ ও ধৃতরা

যাদবপুরে ছাত্রের রহস্যজনক মৃত্যুতে আজ যাদবপুর মেন হোস্টেলে পৌঁছালো পুলিশ আধিকারিকরা এবং জানা যাচ্ছে ধৃতদেরকে মেন হোস্টেলে নিয়ে গিয়ে সেখানে ঘটনার পুনর নির্মাণ করানো হবে। কিভাবে তিনতলা থেকে পড়ে গিয়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছিল এবং কোথায় থাকে বিবস্ত্র করা হয়েছে, সমস্ত ঘটনার পুঙ্খানু পুনখো বিবরণ জানতে চেয়েছে পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই যাদবপুর ক্যাম্পাসে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিক এবং ধৃত ছাত্রদের। উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যুতে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সারা রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। আজ ধৃত ছাত্রদের মেন হোস্টেলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হবে বলে জানা যাচ্ছে। কি ঘটেছিল সেই রাতে বং হোস্টেলের কোন রুমে ওই ছাত্রকে র‍্যাগিং করা হয়েছিল সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।