যাদবপুর কাণ্ডে এবার হস্টেলের রাধুনিকে তলব করল পুলিশ। ঠিক কি ঘটেছিল সেই রাতে তা জানার জন্য আজ হোস্টেলের রাঁধুনিকে তলব করা হয়েছে। আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি খুন কোন তথ্য লুকিয়ে আছে এর পেছনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে রেগিং এর ধারা আনতে চলেছে পুলিশ। হোস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে প্রমাণ মিলে গেছে যে ওই রাতে বিবস্ত্র করে হোস্টেলের লবিতে নাকি ঘোরানো হয়েছিল ওই ছাত্রকে। ইতিমধ্যে এই ঘটনায় তের জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল ডামি এনে মেন হোস্টেলে ঘটনার পুনঃনির্মাণ করানো হয়েছে। রাগিং এর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তারি মাঝে আজ হোস্টেলের রাধুনীকে তলব করল পুলিশ।