যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া মৃত ছাত্রের বাড়িতে আজ পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাথে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। আজ দুপুরে তিনি নদীয়ার রানাঘাটে এসে উপস্থিত হয়েছেন সেখানে মৃত ছাত্রের পরিবারের সাথেও দেখা করেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। একদিকে যখন রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সাথে সাক্ষাত করতে শুভেন্দু অধিকারী অপরদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজেপির যুব মোর্চার বিক্ষোভের মঞ্চ খুলে দিয়েছে পুলিশ আধিকারিকরা। অপরদিকে শুভেন্দু অধিকারী রানাঘাটে আসার আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে ২২ তারিখ বিধানসভা উত্তাল করবে তারা। যাদবপুর চলো অভিযান করবেন তারা এমন হুশিয়ারিও দিয়েছিলেন। আজ মৃত পড়ুয়ার বাড়িতে এসে তাদের পরিবারকে আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।