মহারাষ্ট্রে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থানে চাকদা কলেজের পড়ুয়া শ্রেয়া বর্মন

বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর সেই প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে প্রাণের শহর চাকদহ কলেজের জীববিদ্যা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শ্রেয়া বর্মন। ব্যাঘ্র দিবস উপলক্ষে যে ছবিটি শ্রেয়া, এঁকেছে সেই ছবিটিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বার্তা দেওয়া রয়েছে। ছবিটিকে দেখে খানিকটা মনে হবে থ্রি ডি এফেক্ট। আর এই ছবিটি একেই কার্যত বিচারকদের মন জয় করে নিয়েছে শ্রেয়া। সকল প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে সে জয়ী হয়েছে। তার এই সাফল্যের গর্বিত চাকদাবাসী ।এগিয়ে যাক শ্রেয়া এবং ভবিষ্যতে আরো অনেক সাফল্য পাক সে।