ভোট পরবর্তী হিংসায়, রানাঘাটের কায়েতপাড়ায় মধ্যরাতে আক্রান্ত বিজেপি প্রার্থী ও তার পরিবার

মলয় দে নদীয়া:- গতকাল রাত বারোটার পর রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত কায়েতপুর পাড়ার ১৬৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম বর্মনের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা আক্রমণ করে বলে অভিযোগ, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদিরাম বর্মনকে বাড়িতে না পেয়ে তার ছেলে সহ বাড়ির লোকের উপর আক্রমণ করে ওই দুষ্কৃতীরা। বাড়ির তিনজন এখন কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি । যাদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ করার পর, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।