মলয় দে নদীয়া :-
নদীয়ার কৃষ্ণগঞ্জে মাথাভাঙ্গা নদীর ধার থেকে বৈধ ব্যালট উদ্ধার । বৈধ ব্যালট ঘিরে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে ।নদীর ধারে বাথরুম করতে গিয়ে এক শিশু প্রথমে দেখতে পায় । সেই শিশু দোকানের মালিক কে গিয়ে খবর দেয় । খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছেছে বিজেপির কর্মীরা এবং স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান । গ্রামবাসীদের দাবি কিভাবে ভোটের পরে নদীর ধারে এলো এইরকম বৈধ ব্যালট যেখানে বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বারের ভোট রয়েছে, রয়েছে সিপিএম পঞ্চায়েত ক্যান্ডিটেড ভোট, রয়েছে বিজেপির গ্রামের পঞ্চায়েতের ভোট । স্থানীয়দের দাবি শাসকদলের নেতাদের ভোটে জয়ী করবার জন্যেই এই কাজ করা হয়েছে ।