অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। কিন্তু কেন তিনি অভিষেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানার দারস্ত হলেন। আসলে একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই আগস্ট রাজ্যে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কড়ার ডাক দিয়েছেন। আর অভিষেকের এমন মন্তব্য হতেই প্ররোচনামূলক বলে মনে করছে বিজেপি। আর যে কারণেই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ বিষয়ে রাজর্ষি বাহিরই জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য গত একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই আগস্ট শনিবার ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি সকাল ১০টা থেকে বিকেল ৬টা ঘেরাও করার নির্দেশ দিয়েছেন। আর এতেই কার্যত ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব গন।এর প্রেক্ষিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এবং নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন রাজর্ষি লাহিড়ী।