২৯ শে নভেম্বর বুধবার ধর্মতলার বিজেপির মহাসমাবেশ। রাজের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা দলে দলে ইতিমধ্যেই যোগ দিতে শুরু করেছেন। বিজেপির মহাসমাবেশে আজ উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সহ বিজেপির উচ্চ নেতৃত্ব গন ইতিমধ্যে সভা শুরু হয়ে গেছে। গত কয়েকদিন যাবত কলকাতা সমাবেশকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।
মূলত আবাস যোজনা দুর্নীতি রেশন দুর্নীতি ১০০ দিনের কাজ সহ রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের আহবানে এই কলকাতা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের মহাসমাবেশে বিজেপি কর্মী সমর্থকদের জন্য খাওয়া-দাওয়ার রয়েছে বিশেষ ব্যবস্থা। ধর্মতলা চত্বরে উপচে পড়েছে মানুষের ভিড়।