বাংলার সবচেয়ে বড় গোপাল এবার চাকদায়
জন্মাষ্টমী উপলক্ষে চাকদায় এবার ১০৫ কেজি ২০০ গ্রাম ওজনের গোপাল ঠাকুরের পুজো হচ্ছে চাকদা কেবিএম মিলন মন্দির সংঘে। চলছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ভগবান কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে দিনটিকে জন্মাষ্টমী উৎসব হিসাবে পালন করা হয়। আর জন্মাষ্টমীতে বিশেষ চমক চাকদা ১০৬৮ মিলন মন্দির যুব সংঘের। এবছর দোলের দিন ১০৫ কেজি 200 গ্রাম ওজনের গোপাল ঠাকুর তারা প্রতিষ্ঠা করেছেন। হরিয়ানার আলীগড় থেকে বিশেষ এই মূর্তিটি তৈরি করিয়ে আনা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই মন্দিরে নিত্য পুজো করা হয়। আজ জন্মাষ্টমী উপলক্ষে ষোলোপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য দুবেলা প্রসাদ বিতরণ এবং নগর কীর্তন এরও আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আজকের এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেছে। এ বিষয়ে মিলন মন্দির সংঘের যুগ্ম সভাপতি দীপক সরকার বলেন আগামীকাল নগরকীর্তনে এক বিশেষ বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে।
উদ্যোক্তারা জানালেন যে এত বড় গোপাল এর মূর্তি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম।