মৌমিতা দেবনাথ,
বর্ধমানে হাজির ক্রিস গেইল, ক্রিকেটার কে দেখতে মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসসকলকে চমকে দিয়ে বর্ধমানে হাজির হলেন ক্রিস গেইল। তিনি ব্যাট হাতে ২২ গজে নামলেই যেন কাল ঘাম ছুটে যায় প্রতিপক্ষ দলের। বর্ধমানে হাজির হয়ে তিনি বাংলায় নমস্কার বললেন। সপ্তাহের ছুটির দিনে কার্যত ক্রিকেটার কে ঘিরে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। ক্যারাবিয়ান মহা তারকাকে দেখার জন্য উপচে পড়েছিল মানুষের ভিড়। কেউ চাইলেন অটোগ্রাফ আবার কেউ চাইলেন সেলফি। বর্ধমান মালির মাঠে বেশ কয়েক বছর ধরে চলে আসছে রাজনন্দিনী কাপ। আর সেই টুর্নামেন্টের ফাইনালের দিনে প্রধান অতিথি হিসেবে এ দিন হাজির হলেন ক্যারাবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল।