ফের রানাঘাটে ডাকাতির ছক বানচাল করল রানাঘাট থানার পুলিশ, হাতেনাতে পাকড়াও ২ দুষ্কৃতি

ফের রানাঘাটে ডাকাতির ছক বানচাল করল রানাঘাট থানার পুলিশ, হাতেনাতে পাকড়াও ২ দুষ্কৃতি
ফের রানাঘাটে বড়সড় ডাকাতির ছক বানচাল করল রানাঘাট থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার সন্দেহে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। উল্লেখ্য বিগত কয়েকদিন আগেই রানাঘাটে সোনার দোকানে ভয়ংকর ডাকাতির ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রানাঘাটে ডাকাতির চেষ্টা ব্যর্থ করল পুলিশ। ধৃতদের নাম জানতে পারা গেছে জাকির হোসেন মন্ডল এবং শ্যামল রায়। তাদের বাড়ি হরিণঘাটা থানা এলাকায়। শনিবার রানাঘাট আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, শুক্রবার রাতে ৩৪ নং জাতীয় সড়ক সংলগ্ন কিষণ মান্ডি এলাকায় পাঁচ থেকে সাত জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে দুই কুখ্যাত দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বাকিদের খোঁজ চালাচ্ছে রানাঘাট থানার পুলিশ।