নিজস্ব প্রতিদেবন,মৌমিতা দেবনাথ,
ফের কি হতে চলেছে কাতার বিশ্বকাপ ফাইনাল? পুনরায় ফুটবল খেলার দাবিতে অনলাইন পিটিশন স্বাক্ষর
তবে কি আবারও হতে চলেছে কাতার বিশ্বকাপ ফাইনাল? গুঞ্জন তো তেমনটাই উঠছে। কাতার বিশ্বকাপ ফাইনালে নাকি চিটিং করা হয়েছে। এমনটাই অভিযোগ ফ্রান্সের। বিশ্বকাপের ফাইনাল টাইব্রেকারে ফ্রান্সকে চার দুই গোলে হারিয়ে বিজেতা হয় আর্জেন্টিনা। এই ম্যাচেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মনে অসন্তোষ তৈরি হয়েছিল।ম্যাচের ২৩ মিনিটে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে ম্যাচের পর।
অনেকেই মনে করেন, ওসমানদেম্বেলে দি মারিয়াকে ফাউল করেননি। এরপর ৩৬ মিনিটে দি মারিয়ার দ্বিতীয় গোলের আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হয়েছিলেন, রেফারি তা দেখেননি—এ নিয়েও যুক্তিতর্ক হয়েছে। তবে ব্যাপারটি এখন আর শুধু যুক্তিতর্কেই সীমাবদ্ধ নেই। ইতিমধ্যেই পুনরায় কাতার বিশ্বকাপ ফাইনাল খেলার দাবিতে অনলাইন পিটিশন শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় দু লাখ মানুষ এই পিটেশনটি সাইন করেছেন। বিষয়টি দেখে আর্জেন্টিনা ও ভক্তদের অবশ্য মনে হতেই পারে যেন মামার বাড়ির আবদার। অনেকেই ব্যঙ্গ করে বলছে যে হার মেনে নিতে না পেরেই ফ্রান্স এই সমস্ত কান্ড কারখানা করছে। তবে সত্যিই আবার বিশ্বকাপ ফাইনাল খেলা হবে কিনা তা আগামী দিনেই স্পষ্ট হবে।