প্রয়াত মৃদুল দের স্মরণ সভায় নদিয়ায় এলেন মোহাম্মদ সেলিম

মলয় দে নদীয়া :- গত ২৪ এপ্রিল ফুসফুসে ক্যান্সার জনিত কারণে ৭৫ বছর বয়সে মারা যান সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে। ছাত্র সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করার পর যুব এবং পরবর্তীতে লাগাতার নিয়মিত সিপিআইএম পার্টির কাজকর্মে সিদ্ধান্তে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিজে কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাত্ত্বিক নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
আজ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী মাঠে, তাঁর স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, নদীয়া জেলার সাথে সম্পর্ক ছিলো পারিবারিক। তার মতন বলিষ্ঠ নেতৃত্বর অভাব অপূরণীয় ।
সম্প্রতি রেল দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, পরিযায়ী শ্রমিক হোক বা কাজ খুঁজতে, চিকিৎসা হোক বা পড়াশোনা এ রাজ্যে কিছু না থাকার কারণে প্রচুর সংখ্যক মানুষ দক্ষিণের রাজ্যগুলোতে যেতে বাধ্য হন। কেন্দ্র ও রাজ্য দুই সরকার ক্ষতিপূরণ দেবে পরিবারকে ঠিক আছে তবে রেলের নিরাপত্তা কতটুকু? কিভাবে রেল চলছে সে জবাব তারা দেবে না।
রাজ্য রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু কালীঘাটের কাকু নয়, ভাইপো এবং পিসিকে ও তলব করা দরকার । সম্প্রতি তৃণমূলের দুই সংসদ তিহার গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় থাকবে তা দেখতে।