পশ্চিমবঙ্গ ল ‘ক্লার্কস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পথ অবরোধ কর্মসূচি সফল করতে চাকদায় প্রচার মিছিল

আগামী ২২ শে সেপ্টেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত কল্যাণী এসডিও অফিসের সামনে ১২ দফা দাবি নিয়ে পথ অবরোধ করতে চলেছেন পশ্চিমবঙ্গ ল ক্লাকর্স অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির সদস্যরা। আর এই কর্মসূচিকে সফল করতে আজ চাকদা বিডিও অফিস চত্বরে প্রচার মিছিলে শামিল হলেন wblca নদীয়া জেলা কমিটির সদস্যরা। মূলত ল ক্লার্কসদের প্রতি বঞ্চনা, বৈষম্য অবহেলার প্রতিবাদসহ বারো দফার দাবি নিয়ে তাদের এই পথ অবরোধ কর্মসূচি। এ বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন নদিয়া জেলা শাখা কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সম্পাদকমন্ডলী সদস্য সাধন প্রামাণিক বলেন, আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। যে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া আছে তা কোন কিছুই আমরা পাচ্ছি না যে কারণে আগামী ২২ তারিখ অবরোধ কর্মসূচি। সাধারণ মানুষকে জানানোর জন্যই আমাদের আজকে পথে নামা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির সদস্য বুদ্ধচরন সেন জানালেন, প্রশাসন যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে দিকে এগোবেন।