মালদা:- পঞ্চায়েত ভোট গণনার পর সপ্তাহ ঘুরেছে তার পরেও গননা কেন্দ্রে রয়েছে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধারে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, মালদহের গাজোল ব্লকের ৩ টি জেলা পরিষদ, ৪৫ টি পঞ্চায়েত সমিতি ও প্রায় ৩০০’র বেশি গ্রাম পঞ্চায়েতের গণনা কেন্দ্র হয়েছিল গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়। সে বিদ্যালয়ের একটি রুমে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে গাজোল থানার পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কর্তারা স্কুলে এসে গেটের তালা খুলে সেই রুমের তালা খুলে বিষয়টি দেখে ব্যালট বাক্স গুলি নিয়ে যাওয়া হয়। এদিকে এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের পাশাপাশি মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতৃত্বরাও ছিল। তবে প্রশ্ন উঠছে পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হয়ে যার পরেও কিভাবে সিল প্যাক ব্যালট বক্স গুলি পাওয়া গেল। বিরোধীরা বলছেন ভোটের গণনার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে। যদিও এই সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।